পিরোজপুরে র্যাবের অভিযানে ক্রিস্টাল মেথ আইস মাদকসহ আটক

পিরোজপুর সদর উপজেলার ওধনকাঠী এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস মাদকসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৮। গত শনিবার রাতে এই অভিযান চালায় র্যাবের বিশেষ দল। আটক ব্যক্তির নাম মো. মাসুম খান (২৭)। তিনি ওই এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ওধনকাঠী এলাকায় মাদক বিক্রির খবর পেয়ে র্যাবের বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মাসুম খানকে আটক করে তারা। পরে তার দেহ তল্লাশী করে ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস মাদক উদ্ধার করে র্যাব।
এ ঘটনায় র্যাবের ডিএডি মো. আল মামুন শিকদার বাদী হয়ে অভিযুক্ত মাসুম খানকে আসামী করে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।